ইয়ার্ন কাকে বলে ? কত প্রকার ও কি কি?
ইয়ার্ন ঃ ফেব্রিক্স পোশাকের প্রধান উপাদান আর এই ফেব্রিক্স উৎপাদনে যে ম্যাটারিয়ালস টি ব্যবহার করা হয় তা হল ইয়ার্ন যা ফাইবার থেকে সৃষ্টি করা হয়। ইয়ার্ন তৈরীতে ব্যবহার করা বিভিন্ন কাঁচামাল সে সমস্ত কাঁচামাল সংগ্রীহিত হয় প্রকৃতি থেকে পাওয়া এবং কৃত্রিম উপায়ে তৈরী ফাইবার থেকে
ইয়ার্ন ফাইবারের লম্বালম্বি দৈর্ঘকে বোঝায় যা পরষ্পর সংযুক্ত থাকে এবং ফেব্রিক্স তৈরীতে ব্যবহার হয়। এটি ব্যাখ্যা করার সবচেয়ে সহজ উপায়।
আই এস ও- ২ হল একটি আন্তর্জাতিক স্টান্ডার্ড স্লিবার,রোভিং,কর্ডেজ এবং এই সম্পর্কীত ইয়ার্ন এর দিক নির্দেশনার জন্য।
ইয়ার্ন এর প্রকারভেদঃ সাধারনত বিভিন্ন ক্যাটাগরিতে ইয়ার্নকে বিভক্ত করা হয়ঃ
১/ মূল / প্রধানতম
ক. ফিলামেন্ট ইয়ার্নঃ কন্টিনিউয়াস ফিলামেন্ট ফাইবার টুইষ্টিং এর মাধ্যমে একত্রে মিশিয়ে তৈরী করা হয়।
*ফিলামেন্ট ইয়ার্নকে আবার দুইভাগে ভাগ করা হয়ঃ
- মাল্টি ফিলামেনটঃ একাধিক দীর্ঘ ক্রমাগত ফিলামেন্ট বিদ্যমান থাকে।
- মনো ফিলামেন্টঃ একটি মাত্র দীর্ঘ ক্রমাগত ফিলামেন্ট বিদ্যমান থাকে।
খ. ষ্টাপল ইয়ার্নঃ ষ্টাপল ফাইবারের একটি ফাইবারের সাথে আরেকটি ফাইবার প্যাঁচিয়ে যে ইয়ার্ন তৈরী করা হয় তাকে বলে।
গ. সিঙ্গেল প্লাই ইয়ার্নঃ এই ইয়ার্নে একটি মাত্র প্লাই থাকে বিধায় একে সিঙ্গেল প্লাই ইয়ার্ন বলে।
ঘ. মাল্টি প্লাই ইয়ার্নঃ একাধিক ইয়ার্ন একসাথে টুইষ্টিং এর মাধ্যমে তৈরী করা হয় বলে একে মাল্টি প্লাই ইয়ার্ন বলে।
ঙ. ফোল্ডেড ইয়ার্নঃ দুই বা ততোধিক ফাইবার একসাথে প্যাঁচিয়ে ফোল্ডেড ইয়ার্ন তৈরী করা হয়।
চ. কমপ্লেক্স ইয়ার্নঃ ষ্টাপল ফাইবার গুলো ফিলামেন্ট ফাইবার এর সাথে প্যাঁচিয়ে তৈরী করা হয় বলে এদের কমপ্লেক্স ইয়ার্ন বলে।
২/ টুইস্ট ডিরেকশান
ক. জেড টুইস্ট ইয়ার্নঃ ঘড়ির কাটার বিপরীত দিকে প্যাঁচিয়ে তৈরী করা হয় তারপর এটি ইরেজির Z আকৃতি ধারন করে বিধায় এই ধরনের জেড টুইস্ট বলা হয়।
খ. এস টুইস্ট ইয়ার্নঃ ঘড়ির কাটার দিকে প্যাঁচিয়ে তৈরী করা হয় তারপর এটি ইরেজির S আকৃতি ধারন করে বিধায় এই ধরনের ইয়ার্নকে এস টুইস্ট বলা হয়।
৩/ প্রসেসিং
ক. কম্বেড ইয়ার্নঃ কম্বিং পদ্ধতি অনুসরন করে যে ইয়ার্ন তৈরী করা হয় তাকে কম্বেড ইয়ার্ন বলে। এটি উন্নত ও শক্তিশালী জাতের একটি ইয়ার্ন।
খ. কার্ডেড ইয়ার্নঃ কার্ডেড পদ্ধতি অনুসরন করে যে ইয়ার্ন তৈরী করা হয় তাকে কার্ডেড ইয়ার্ন বলে।
৪/ স্পিনিং ইয়ার্ন
ক. ওপেন- য়েন্ড/ রোটর ইয়ার্নঃ Open-End বা রোটর স্পিনিং মেশিনের সাহায্যে তৈরী করা হয়।কার্ডিং থেকে পাওয়া স্লিভার দিয়ে ডাইরেক্ট স্পিনিং করা হয়। এই ইয়ার্ন তেমন শক্তপোক্ত নয়।
খ. রিং ইয়ার্নঃ রিং ফ্রেম এর সাহায্যে স্পিনিং করে তৈরী করা হয় তাই রিং ফ্রেম ইয়ার্ন বলে।
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট
উত্তরমুছুন