গার্মেন্টস ওয়াশিং বলতে কি বোঝায়?
গার্মেন্টস ওয়াশিংঃ পোশাক প্রস্তুত হওয়ার পর গার্মেন্টস ওয়াশিং একটি খুবই গুরুত্বপূর্ন ধাপ। বায়ারের চাহিদা অনুযায়ী গার্মেন্টস ওয়াশিং এর সমস্ত ধাপ সম্পন্ন করা হয় । সাধারনত পোশাকের আউটলুক পরিবর্তন , আরামদায়ক , আকর্ষনীয় , ময়লা এবং অপদ্রব্য সমূহ দূরীকরন ও পরিষ্কার করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তাকে গার্মেন্টস ওয়াশিং বলে।
আবার অন্যদিকে টেক্সটাইল ওয়াশিং বলতে বুঝায় যে ধরনের প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিক্স , ইয়ার্ন বা গার্মেন্টস থেকে যে অতিরিক্ত কেমিক্যালস অপদ্রব্য দূর করা হয় তাকে টেক্সটাইল ওয়াশিং বলে।
ওয়াশিং এর প্রাথমিক উদ্দেশ্যেঃ
✔️ পোশাকের আড়ষ্টভাব দূর করতে।
✔️ পোশাক কে আরামদায়ক সফট ফিল আনতে।
✔️ আকর্ষনীয় করে তুলতে।
✔️ পোশাক থেকে ষ্টেইন মার্ক , ডার্টি , ওয়েল মার্ক দূরীকরনে।
✔️ প্রিন্টিং এর সময় ব্যবহার করা অতিরিক্ত কেমিক্যাল দূরীকরনে।
✔️ পোশাকের কাঙ্ক্ষিত শেড অর্জনের জন্য।
✔️ গ্রে কাপড়ের প্রাকৃতিক রং দূরীকরনে।
কোন মন্তব্য নেই