লাইনিং এবং ইন্টারলাইনিং এর মধ্যে পার্থক্য?
লাইনিং ঃ পোশাকের ইনার সারফেইস ঢাকার/ কাভার করার জন্য যে অতিরিক্ত ফেব্রিক্সটি ব্যবহার করা হয় তাকে লাইনিং বলে। লাইনিং মূলত জ্যাকেট , ব্লেজার , ব্যাগ , ট্রাউজার , স্পোর্টস প্যান্ট এর ইনসাইডে ব্যবহার হতে দেখা যায়।
ইন্টারলাইনিং ঃ পোশাকের বিভিন্ন শেপ/আকার আকৃতি ঠিক রাখার জন্য দুটি কাপড়ের মাঝখানে যে অতিরিক্ত বিশেষ নন-ওভেন কাপড় ব্যবহার করা হয় তাকে ইন্টারলাইনিং বলে। অন্যদিকে ইন্টারলাইনিং ব্যবহার করা হয় শার্টের কলার , কাফ্ , ব্লেজার ফ্রন্ট ইত্যাদি ।
চলমান.............
কোন মন্তব্য নেই