গার্মেন্টস ইন্সপেকশনের পর্যায় / স্টেইজ বা পিরিয়ড গুলো কি?

গার্মেন্টস এর কোয়ালিটি নির্ধারনের ক্ষেত্রে তার ইন্সপেকশনের পর্যায়ক্রম গুলো খুবই গুরত্বপূর্ন মান বজায় রাখার জন্য। একজন কোয়ালিটি ইন্সপেক্টর ইন্সপেকশনের সময় প্রধান ভূমিকা পালন করে থাকে এবং রপ্তানীপণ্য বায়ারের চাহিদা অনুযায়ী শিপমেন্ট যোগ্য কিনা তা বিভিন্ন পদ্ধতি অনুসরন করে পরিদর্শন করে থাকেন।

✡ ইন্সপেকশনের পর্যায়গুলো নিম্নে আলোচনা করা হলঃ

১/ ’র’ ম্যাটেরিয়ালস বা কাঁচামালের ইন্সপেকশন।

২/  ইনলাইন / অন-লাইন / বা প্রোডাকশন ইন্সপেকশন।

৩/  ফিনিশিং ইন্সপেকশন।

৪/ প্রি- ফাইনাল বা ফাইনাল ইন্সপেকশন







১/ ’র’ ম্যাটেরিয়ালস বা কাঁচামালের ইন্সপেকশন ঃ ’র’ ম্যাটেরিয়ালস বা কাঁচামালের ইন্সপেকশন বলতে বোঝায়। বায়ারের চাহিদা অনুযায়ী বিভিন্ন সোর্চ , থার্ড পার্টি বা সাপ্লায়ারের কাছ থেকে আগত সমস্ত কাঁচামালের পরিদর্শন করাকে বলে।

ক. ফেব্রিক্স ডিফেক্ট ইন্সপেকশন ঃ

✔️ ফেব্রিক্স লেন্থ চেক

✔️ ফেব্রিক্স উইদ চেক

✔️ ফেব্রিক্স শেড চেক

✔️  ফেব্রিক্স  কন্সট্রাকশন চেক

✔️ ফেব্রিক্স জি এস এম চেক

✔️ ফেব্রিক্স কালার চেক

✔️ ফেব্রিক্স স্রিংকেজ চেক

✔️ ফেব্রিক্স প্রিন্টিং চেক

✔️ ফেব্রিক্স স্ট্রাইপ চেক

✔️ ফেব্রিক্স উইভিং , নিটিং চেক

খ. এক্সেসরিজ এবং ট্রিমিংস ইন্সপেকশনের ক্ষেত্রেঃ

✔️  জীপার লেন্থ এন্ড উইদ চেক

✔️  জীপার টীথ্ চেক

✔️ জীপার টেপ চেক

✔️ জীপার স্লাইডার চেক

✔️ থ্রেড নাম্বার চেক

✔️ থ্রেড টিকেট চেক

✔️ থ্রেড কালার চেক

✔️ কার্টন মেজারম্যান্ট চেক

✔️ লেবেল সেনটেন্স চেক

✔️ লেবেল ওয়ার্ড চেক

✔️ লেবেল এর বিভিন্ন চিহ্ন , নকশা , লোগো চেক

✔️ বাটন ম্যাটেরিয়ালস চেক

✔️ বাটন ডায়ামিটার চেক

✔️ বাটন কালার চেক

✔️  মোটিফ চেক

✔️ ইন্টারলাইনিং চেক

✔️  রিভেট চেক

✔️  ভেলক্রো টেপ চেক

এর মধ্যে অন্যান্য আরো যত ধরনের এক্সেসরিজ এবং ট্রিমিংস আছে সমস্ত কিছু অন্তর্ভক্ত হবে।



২/  ইনলাইন / অন-লাইন / বা প্রোডাকশন ইন্সপেকশন ঃ গার্মেন্টস এর গুনগত মান ধরে রাখার জন্য  উৎপাদন চলাকালীন সময় যে ইন্সপেকশন করা হয় তাকে ইনলাইন / অন-লাইন / বা প্রোডাকশন ইন্সপেকশন বলে।


✔️  ওপেন সীম চেকিং

✔️  সীম পাকারিং চেকিং

✔️  গ্যাদারিং স্টীচ চেকিং

✔️  কলার এন্ড ব্যান্ড ম্যাচিং চেক

✔️  কলার পয়েন্ট এন্ড নচ্ পয়েন্ট কারেক্ট শেপ চেক

✔️  কাফ্ ম্যাচিং চেক

✔️  পকেট পজিশন চেকিং

✔️  বডি লেন্থ চেকিং

✔️  এক্রোচ সোল্ডার চেকিং 

✔️  বডি উইদ চেকিং

✔️  স্কীপ স্টীচ চেক

✔️  সুইং থ্রেড কালার চেকিং

✔️  আর্মহোল লেন্থ এন্ড শেপ চেকিং

✔️  নেক উইদ চেকিং

✔️  সাইড সীম চেকিং

✔️ আর্মহোল পয়েন্ট ম্যাচিং চেক

✔️ বটম হেম উইদ চেকিং

✔️ টপ সেন্টার উইদ চেকিং

✔️ ড্রপ স্টীচ চেকিং

✔️ ইয়োক লেন্থ চেকিং

✔️ অল প্যানেল সাইজ ম্যাচিং চেক

✔️ নিডেল মার্ক চেকিং

✔️ রিব্ চেকিং

✔️ কারেক্ট লেবেল এটাচ চেকিং

চলমান......

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.