শার্টের বেসিক পকেট
শার্টের বুকের পকেট এর প্রচলন শুরু হয় ১৯৬০ এর দশকে। সেই থেকে আজ পর্যন্ত এটি ফ্যাশন এবং প্রয়োজনীয় অংশ হিসেবে বিবেচিত। সময়ের সাথে সাথে শার্টের বডি পকেটের ও পরিবর্তন ঘটেছে তাই এর ডিজাইনেও এসেছে নতুনত্বের ছোঁয়া। মূলত বেসিক চারটি পকেট এর উপর নির্ভর করে শার্টের বডি পকেট এর নতুন নতুন ডিজাইন নিয়ে আসে পোশোকের ডিজাইনার।
⭐বেসিক পকেট চার প্রকার ঃ
১/ স্কয়ার
২/ পয়েন্ট
৩/ নচ্
৪/ রাউন্ড
এছাড়াও আরো বিভিন্ন ধরনের পকেট আমরা দেখতে পায়ঃ
১/ ফ্ল্যাপ পকেট
২/ বক্স প্লীট পকেট
৩/ ইনভার্টেড প্লীট পকেট
৪/ সাফারি পকেট
৫/ স্যাডল পকেট
কোন মন্তব্য নেই