পোশাক বা বস্ত্রের ইতিহাস

 এই এক অনন্য নিদর্শন মানুষ তার শৈল্পীক জগতে  পৌছানোর পূর্বে পোশাক পরিধান এবং আবিষ্কার করতে পেরেছিলো। প্রাগৈতিহাসিক যুগে লজ্জা নিবারণের অনুভুতি থেকে শুরু হওয়া পথচলা সে থেকে শুরু করে আজকের দিনের হালের ফ্যাশন পর্যন্ত চলছে  বিশাল কর্মযজ্ঞ । যা ছিলো পোশাক পরিচ্ছদের গুরুত্বতা প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ অনুধাবন করতে শিখে। এটি ছিল মানুষ সভ্য হওয়ার একটি প্রাথমিক ধাপ। কারন বর্তমান এবং সেই প্রাগৈতিহাসিক মানুষের মধ্যে রয়েছে বিস্তর ফারাক এবং মানুষ ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে  প্রয়োজনীয়তা এবং হতে থাকে অভ্যাসের দাস।



মানুষ পোশাক পরিধান থেকে শুরু করে আবিষ্কার সবই আজ পর্যন্ত রিসার্চের উপর নির্ভরশীল। তবে বিশেষজ্ঞদের বিভিন্ন গবেষনায় পাওয়া নির্ভরশীল তথ্যের ভিত্তিতে খ্রীষ্টপূর্ব ৩৪০০০ বছর আগে প্রাগৈতিহাসিক গোহায় পাওয়া কাপড়ের টুকরো অনেক কিছুই বস্ত্র সম্পর্কীয় তথ্য  আবিষ্কার করতে সক্ষম হয়। আদিম যুগের মানুষ বৈশ্বিক পরিবেশের উপর নির্ভর করে চামড়া ও গাছের বাকল ব্যবহার করতো।


জেনেটিক স্কীন -কালারেশন গবেষনায়  কয়েকটি তথ্যে পাওয়া যায় যে, প্রায় এক মিলিয়ন বছর পূর্বে মানুষের নিরর্থক লোম হারাতে শুরু করলে এরপর থেকে শুরু হয় পোশাকের মত করে পশুর চামড়ার ব্যবহার এবং যেগুলোর বয়স নির্ধারন হয়েছিলো ৭,৮০,০০০ পূর্বের অন্যদিকে সেলাই সুঁচের অন্বেষন হয় প্রায় ৪০,০০০ হাজার বছর পূর্বে আর যার ব্যবহর হত চামড়া সেলায়ে ।চেক রিপাবলিক এ ২৫০০০  হাজার বছর পূর্বের কাঁদামাটিতে টেক্সটাইল পন্যের ছাপ এবং জর্জিয়ায় ৩০০০০ হাজার বছর পূর্বের পাওয়া ফাইবারের সুতা যা বিভিন্ন রং এর ডাইং করা। এর চেয়ে বিস্ময়কর তথ্য হলো ১,০০,০০০ বছর আগের ব্যবহারকৃত পাথরের তৈরী এক ধরনের যন্ত্র যার সাহায্যে কাঁচা চামড়া পাকানো হত।




আদিম মানুষেরা  আফ্রিকা থেকে উত্তরে অপেক্ষাকৃত শীতলতম স্থানে অধিবাসিত হয় তার আগে ৭০,০০০ হাজার পূর্বে আবিষ্কৃত হয় পোশাক। পৃথিবীর বিভিন্ন দেশে যেমন আর্মেনিয়া, মিশর ,তুরস্ক ইত্যাদি জায়গায় হাজার বছরের পূর্বের তৈরী সম্পূর্ন পোশাক পাওয়া যায় যা সময়ের বিবর্তনের সাথে সাথে পোশাকের ব্যবহার এবং এর বুনন প্রক্রিয়ার ঘূর্ণন এরও ইঙ্গিত দেয়।




এরপর থেকে সময়ের সাথে ক্রমবর্ধমান  ‍শিল্পের বিকাশের ফলে বস্ত্র শিল্পেরও প্রসার ঘটে। আজকে আমরা যে পোশাকটি সহজে হাতে পায় এবং পরিধান করি তার আবিষ্কার ছিলো পূর্ববর্তী আমাদের মানবজাতির জ্ঞান , শ্রমের ফসল যা অতীতের প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে বিকশিত হয়েছিলো।


কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.