শার্টের ফেব্রিক্স কনজাম্পশন?

ফেব্রিক্স কনজাম্পশনঃ ফেব্রিক্স এর খরচ যে কোন পোশাকের মোট খরচের ৩০% থেকে ৪৫% নির্ভর করে কারন এর মধ্যে লাভ লোকসানের হিসাব জড়িত। কনজাম্পশানের অভিধানিক অর্থ  বলতে খরচ বা ব্যয় বোঝায় তাই যে কোন গার্মেন্টস অর্ডার থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের ক্ষেত্রে সঠিক ফেব্রিক্স খরচ এর হিসাব নিকাশ খুবই গুরুত্বপূর্ন এবং গার্মেন্টস এর মূল্য নির্ধারন এ সর্বপ্রথম ফেব্রিক্স কনজাম্পশন এর হিসাব করতে হবে।
🌟 গার্মেন্টস তৈরী করতে যে পরিমান কাপড়ের প্রয়োজন হয় বা পড়ে তাকে ফেব্রিক্স কনজাম্পশান বলে।

আজ আমরা দেখবো বায়ারের নির্দিষ্ট মেজারম্যান্টের  রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে একটি  ওভেন শার্ট তৈরী করতে কি পরিমান ফেব্রিক্স এর প্রয়োজন হবে তার হিসাব। মূলত দুইটি ফর্মূলায় ওভেন শার্ট এর কনজাম্পশান বের করা যায় তার মধ্সযে থেকে পোশাকশিল্পে সবার্ধিক ব্যবহৃত ফর্মূলাটি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো।


🌟 সাধারনত নিম্নে বর্নিত পার্টস গুলো নিয়ে একটি বেসিক ওভেন শার্ট গঠিত।








✔️ বডি লেন্থ  + হাফ চেষ্ট ।

✔️ কলার।

✔️ কাফ্।

✔️ স্লীভ।

✔️ কলার ব্যান্ড।

✔️ পকেট।

✔️ ইয়োক।

✔️ প্লাকেট।
 
এটি একটি সম্ভাব্য মেজারম্যার্ট চার্ট

মেজারম্যান্ট

একচুয়াল

এলাউন্স

এলাউন্স সহ মেজারম্যান্ট

বডি লেন্থ

৭৮ সিএম

৫ সিএম

৮৩ সিএম

১/২ চেষ্ট

৪৫ সিএম

৫ সিএম

৫০ সিএম

কলার লেন্থ

৪০ সিএম

৪ সিএম

৪৪সিএম

কলার উইদ

সিএম

২ সিএম

৮ সিএম

কাফ্ লেন্থ

১৫ সিএম

২ সিএম

১৭ সিএম

কাফ উইদ

৬ সিএম

১ সিএম

৭ সিএম

স্লীভ লেন্থ

৫৫ সিএম

২ সিএম

৫৭ সিএম

স্লীভ উইদ

২০ ‍সিএম

২ সিএম

২২ সিএম

কলার ব্যান্ড লেন্থ

২৮ সিএম

৩ সিএম

৩১ সিএম

কলার ব্যান্ড উইদ

৩ সিএম

২ সিএম

৫ সিএম

পকেট হাইট্

১২ সিএম

২ সিএম

১৪ সিএম

পকেট উইদ

১০ ‍সিএম

১ সিএম

১১ সিএম

ইয়োক লেন্থ

৪০ সিএম

৩ সিএম

৪৩ সিএম

ইয়োক হাইট

১০ ‍সিএম

৩ সিএম

১৩ সিএম

প্লাকেট লেন্থ

সিএম

১ সিএম

৮ সিএম

প্লাকেট উইদ

সিএম

০.৫ সিএম

২.৫ সিএম



 ১/ কনজাম্পশান বডি পার্টস এর জন্যঃ

       ( বডি লেন্থ+এলাউন্স ) × ( ১∕২ চেষ্ট+এলাউন্স ) × ২ 
=  ———————————————————————— (ইয়ার্ডে)
                     ফেব্রিক্স প্রস্ত × ৩৬ × ২.৫৪

                     ৮৩ × ৪৩ × ২
= —————————————————— (ইয়ার্ডে)
                  ৫৬ × ৩৬ × ২.৫৪

           ৭,১৩৮
= ————————— (ইয়ার্ডে)
         ৫,১২০.৬৪

= ০.০১৩ ইয়ার্ড
⭐বি.দ্রঃ ২.৫৪ ব্যবহার করা হয়েছে সি.এম থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য।
         ৩৬ ব্যবহার করা হয়েছে  ইঞ্চিতে থেকে ইয়ার্ডে কনভার্ট করার জন্য।

২/ কলার কনজাম্পশানঃ

      (কলার লেন্থ + এলাউন্স) × (কলার উইদ + এলাউন্স) ×২
= ————————————————————————— (ইয়ার্ডে)
                    ফেব্রিক্স উইদ × ৩৬ × ২.৫৪

           ৪৪ × ৮ × ২ 
=  ————————————  (ইয়ার্ডে)
         ৫৬ × ৩৬ × ২.৫৪

              ৭০৪
=   ————————  (ইয়ার্ডে)
           ৫,১২০.৬৪

= ০.১৩৭  ইয়ার্ড

৩/ কাফ্ কনজাম্পশানঃ

     (কাফ্ লেন্থ + এলাউন্স) × (কাফ্ উইদ + এলাউন্স)
= —————————————————————— (ইয়ার্ডে)
                ফেব্রিক্স উইদ × ৩৬ × ২.৫৪

               ১৭ × ৭ × ২ × ২
=     ———————————— (ইয়ার্ডে)
              ৫৬ × ৩৬ × ২.৫৪

           ৪৭৬
=  ——————— (ইয়ার্ডে)
         ৫,১২০.৬৪

= ০.০৯২ ইয়ার্ড


৪/ স্লীভ কনজাম্পশানঃ

     (স্লীভ লেন্থ + এলাউন্স) × (স্লীভ উইদ + এলাউন্স)
= —————————————————————— (ইয়ার্ডে)
                ফেব্রিক্স উইদ × ৩৬ × ২.৫৪

               ৫৭ × ২২ × ২
=     ———————————— (ইয়ার্ডে)
              ৫৬ × ৩৬ × ২.৫৪

           ২৫০৮
=  ——————— (ইয়ার্ডে)
         ৫,১২০.৬৪

= ০.৪৮৯ ইয়ার্ড

৫/ কলার ব্যান্ড কনজাম্পশানঃ

     (কলার ব্যান্ড লেন্থ + এলাউন্স) × (কলার ব্যান্ড উইদ + এলাউন্স)
=   ——————————————————————--------- (ইয়ার্ডে)
                        ফেব্রিক্স উইদ × ৩৬ × ২.৫৪

               ৩১ × ৫ × ২
=     ———————————— (ইয়ার্ডে)
              ৫৬ × ৩৬ × ২.৫৪

           ৩১০
=  ——————— (ইয়ার্ডে)
         ৫,১২০.৬৪

= ০.০৬০ ইয়ার্ড

৬/ পকেট কনজাম্পশানঃ

           (পকেট হাইট + এলাউন্স) × (পকেট উইদ + এলাউন্স)
=   ——————————————————————--------- (ইয়ার্ডে)
                        ফেব্রিক্স উইদ × ৩৬ × ২.৫৪

               ১৪ × ১১ × ১
=     ———————————— (ইয়ার্ডে)
              ৫৬ × ৩৬ × ২.৫৪

           ৩১০
=  ——————— (ইয়ার্ডে)
         ৫,১২০.৬৪

= ০.০৩০ ইয়ার্ড

৭/ ইয়োক কনজাম্পশানঃ

           (ইয়োক লেন্থ + এলাউন্স) × (ইয়োক হাইট + এলাউন্স)
=   ——————————————————————--------- (ইয়ার্ডে)
                        ফেব্রিক্স উইদ × ৩৬ × ২.৫৪

               ৪৩ × ১৩ × ২
=     ———————————— (ইয়ার্ডে)
              ৫৬ × ৩৬ × ২.৫৪

           ১১১৮
=  ——————— (ইয়ার্ডে)
         ৫,১২০.৬৪

= ০.২১৮ ইয়ার্ড

৮/ প্লাকেট কনজাম্পশানঃ

           (প্লাকেট লেন্থ + এলাউন্স) × (প্লাকেট উইদ + এলাউন্স)
=   ——————————————————————--------- (ইয়ার্ডে)
                        ফেব্রিক্স উইদ × ৩৬ × ২.৫৪

               ৮ × ২.৫ × ২
=     ———————————— (ইয়ার্ডে)
              ৫৬ × ৩৬ × ২.৫৪

           ৪০
=  ——————— (ইয়ার্ডে)
         ৫,১২০.৬৪

= ০.০৭৮ ইয়ার্ড

এখন,
[{নাম্বার(১)+নাম্বার(২)+নাম্বার(৩)+নাম্বার(৪)+নাম্বার(৫)+নাম্বার(৬)+নাম্বার(৭)+নাম্বার(৮)}+ওয়েস্টেজ%] 

={(০.০১৩+০.১৩৭+০.০৯২+০.৪৮৯+০.০৬০+০.০৩০+০.২১৮+০.০৭৮)+৭%}

= (১.১১৭ + ৭%)
= ১.২০ ইয়ার্ড প্রতি শার্টের জন্য।
= ১.২০ × ১২ 
= ১৪.৪ প্রতি ডজন শার্টের জন্য।
সুতরাং ১০০০০ পিছ ফুল স্লীভ ওভেন শার্টের জন্য প্রয়োজন হবে ১০০০০(৮৩৩.৩৩ ডজন)
= (১৪.৪ × ৮৩৩.৩৩)
=১১৯৯৯.৯৫ ইয়ার্ড

⭐মনে রাখতে হবে শার্টের ডিজাইনের উপর নির্ভর করে যত পার্টস হবে প্রত্যেকটির আলাদা আলাদা কনজাম্পশান বের করতে হবে। 

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.