ফ্যাশন কি? ফ্যাশন এর বৈশিষ্ট্য?

 ফ্যাশনঃ একটি নির্দিষ্ট সময়ে প্রদত্ত সংস্কৃতির মধ্যে প্রভাবশালী শৈলী। ফ্যাশনের সাথে রয়েছে নতুন প্রবণতার সম্পর্ক।এটি যুগের সাথে পোশাকের উপায়গুলোকে বোঝায় বা যুগের চাহিদা যা সমাজে প্রচলিত এবং গ্রহনযোগ্য। প্রচলিত কোন স্টাইল যখন  ব্যাপকভাবে ব্যবহার হয় তখন তাকে ফ্যাশন বলে। ফ্যাশন স্টাইলের প্রতিচ্ছবি হলেও স্টাইল থেকে আলাদা। উদাহারনস্বরুপ বলা যায়, বিভিন্ন ফিল্ম মিডিয়ায় যখন অভিনয় শিল্পীরা তাদের নিজস্ব রুচিতে চুল , দাড়ি , পোশাক বা অলংকার পরিধান বা কাটে তখন তা স্টাইল। কিন্তু অভিনয় শিল্পীদের মত করে যখন অনেকে উপরোক্ত সকল বিষয়গুলো করে তখন তা হয়ে যায় ফ্যাশন। ফ্যাশন ব্যাপারটি মূলত সার্বজনীন।





ফ্যাশনের বৈশিষ্ট্য ঃ

✳ সময়ের অল্প ব্যবধানে প্রচুর বিস্তার লাভ করে থাকে।

✳  নতুন নতুন স্টাইলের মাধ্যমে নতুন ফ্যাশনের প্রচলন ঘটে।

✳ ফ্যাশন কখনো নির্মূল হয় না, যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে পুনরায় স্থান করে নেয় বর্তমান সময়ের সাথে।

✳ ফ্যাশন আকর্ষন করে দ্রুত।


কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.