গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল কি ?

 কোয়ালিটি কন্ট্রোল ঃ শব্দ দুটির প্রয়োগের উপর আমরা বুঝতে পারি কোয়ালিটি বলতে বোঝায় পন্যের গুণগত মাণ আর কন্ট্রোল হল নিয়ন্ত্রন যার অর্থ দাড়ায় গুণগত মান নিয়ন্ত্রন ”মানের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরন করতে ব্যবহৃত অপারেশনাল কৌশল এবং কার্যক্রমকে বোঝানো হয়।


সহজভাষায় বলতে গেলে , গার্মেন্টস বা পন্যের  গুণগত মাণ নিয়ন্ত্রন এবং কৌশল বা কার্যক্রমকে গার্মেন্টস কোয়ালিটি কোয়ালিটি কন্ট্রোল বলে। রপ্তানি ও উৎপাদনমূখী শিল্পের ক্ষেত্রে পোশাকের মান নিয়ন্ত্রন ব্যবস্থাপনা খুবই গুররুত্বপূর্ন একটি বিষয় । 

✔️  গুণগত মান প্রাথমিকভাবে ত্রুটি প্রতিরোধের লক্ষে ফাইভ ডব্লিউএস  ( 5ws ) অনুসরন করা হয় ।


১/ কি ভুল হয়েছিলো? What?

২/ এটা কোথায় হয়েছিলো? Where?

৩/ কখন হয়েছিলো? When?

৪/ কে তৈরী করেছিলো? Who?

৫/ এটা কেন হয়েছিলো? Why?





✔️  গুনগত মানের উৎপাদন ব্যবস্থাপনা বজায় রাখার লক্ষ্যে অসংখ্য কার্যক্রম পরিচালনা করা হয় । এই সমস্ত ক্রিয়াকলাপগুলোকে সাংগাঠনিক ভাবে তিন স্তরে ভাগ করা হয় ঃ


১/ গুণগত মান ব্যবস্থাপনা বা কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট

২/গুণগত মান নিশ্চিতকরন বা কোয়ালিটি  অ্যাশুরেন্স

৩/ গুণগত মান নিয়ন্ত্রন বা কোয়ালিটি  কন্ট্রোল


✔️  কোয়ালিটি কন্ট্রোলের উপদান সমূহঃ কোয়ালিটি কন্ট্রোলের উপদান দুই ধরনের।

১/ কোয়ালিটি অব প্রোডাক্ট।

২/ কোয়ালিটি অব প্রসেস।


১/ কোয়ালিটি অব প্রোডাক্টঃ কোয়ালিটি অব প্রোডাক্ট হল ফেব্রিক্স এ্যাপায়েরেন্স , মেজারম্যান্ট , নকশা , মূল্য , সেলাই  এবং পোশাকের উপস্থাপনকে বোঝায়। 


২/ কোয়ালিটি অব প্রসেসঃ মূলত উৎপাদনের সাথে জড়িত ম্যান , ম্যাটেরিয়ালস্ , মেশিন এবং মেথড কে বোঝানো হয়।

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.